দমানোর চেষ্টা করলে আরও জ্বলে উঠবে বিজেপি, মমতাকে হুশিয়ারি অমিতের
আহমেদাবাদ: আজ, মঙ্গলবার আমেদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, বিজেপিকে দমিয়ে রাখা যায় না। দমানোর চেষ্টা করলে বিজেপি আরও জ্বলে উঠবে।
অমিত শাহ বলেন, আমি দেশের সব প্রান্তে যাই। উত্তর-পূর্ব ভারত থেকে কন্যাকুমারী, অসম থেকে গুজরাট সব জায়গাতে আমি দেখেছি, জনগণ নরেন্দ্র মোদীকে কতটা ভালোবাসে। জনগণ আমাদের সাথে আছে।
Shri @AmitShah is speaking at the launch of #MeraParivarBhajapaParivar campaign. https://t.co/AKDQk2uOre
— BJP (@BJP4India) 12 February 2019
এদিন বিজেপি সভাপতি অমিত শাহ আমেদাবাদে ‘আমার পরিবার বিজেপি পরিবার (‘Mera Parivar, BJP Parivar’) নামক এক কর্মসূচির সূচনা করেন। তিনি জানান, আগামী মাসের তিন তারিখ তিন কোটির বেশি বিজেপি কর্মী মোটর সাইকেলে চেপে দেশের প্রতিটি প্রান্তে প্রচার চালাবে।