দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা
নয়াদিল্লি: রাজধানী দিল্লির করোলবাগের হোটেলে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকজন হোটেলের ছাদ থেকে ঝাঁপ দেন। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩০ টি ইঞ্জিন। পুলিশ করোল বাগের অর্পিত প্যালেস হোটেল ঘিরে রেখেছে। আগুন নেভানোর সঙ্গে চলছে উদ্ধার কাজ।
#UPDATE 17 dead in the fire that broke out in Hotel Arpit Palace in Karol Bagh today pic.twitter.com/gryVMFDzzj
— ANI (@ANI) 12 February 2019
দমকলের উপ প্রধান আধিকারিক সুনীল চৌধুরী জানান, ভোর সাড়ে ৪টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। শর্ট সার্টিক থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। আগুন লাগার পরেই ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেলের ৪০ টি ঘরে।
তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। দেহগুলি উদ্ধার করার কাজ চলছে। আর কারা কারা ভিতরে আটকে রয়েছেন, তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। গুরুতর আহত ও আশঙ্কাজনকদের রাম মনোহর লোহিয়া এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।