Thursday, September 19, 2024
রাজ্য​

‘বকেয়া ১ লাখ ১৭ হাজার কোটি টাকা দিচ্ছে না মোদী সরকার’, কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসলো তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। রাজ্যজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে তৃণমূল। 

রবিবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “আমরা ধর্নায় বসেছি। কারণ কেন্দ্র বাংলার বকেয়া থাকা ১ লাখ ১৭ হাজার কোটি টাকা দিচ্ছে না। পাশাপাশি, হরিয়ানা (Haryana) ও মণিপুর অশান্তির (Manipur) ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হিংসার কোনো জায়গা নেই, এখানে শুধুমাত্র ভালোবাসা রয়েছে।”