Sunday, September 15, 2024
রাজ্য​

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, ৬টি বাড়ি ভাঙচুর

কোচবিহার: কোচবিহারের দিনহাটার ফকিরটারি এলাকায় ৬টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় ভাঙচুর চলে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটায় শাসকদল তৃণমূলের মধ্যে গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নির্বাচনের পরেও সংঘর্ষ চলছে। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসে বিবাদমান দুই গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তারপরেও সংঘর্ষ থামেনি।

রবিবার রাতে ও সোমবার সকালে দফায় দফায় দিনহাটা ভিলেজ-২ পঞ্চায়েতের উপপ্রধান বাপি হোসেন সহ ৬ জনের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

দিনহাটা ভিলেজ-১ পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের নেতা বাপি হোসেন জানিয়েছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে।