Monday, September 16, 2024
রাজ্য​

CBI তদন্তের মধ্যেই ইঙ্গিতপূর্ণ গান গাইলেন কুণাল, ভাইরাল ভিডিও

শিলং: টানা তিন দিন জেরার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। আজ, মঙ্গলবার ফের তাকে জেরা করবে সিবিআই। গতকাল, সোমবার সিবিআই তলবে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরছেন মঙ্গলবার।

এদিকে, সোমবার সকালে ফেসবুক লাইভে আসেন কুণাল ঘোষ। শিলংয়ের মনোরম আবহাওয়ার বর্ণনা দিয়েই গান ধরেন তিনি। রবীন্দ্রনাথের গান, ”তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই”।

গানটি শেষ করেই দর্শকদের ভালো থাকার বার্তা দিয়েছেন তিনি। ভিডিওটি ভাইরাল হয়েছে। সিবিআই তদন্তের মধ্যে কুণালের গলায় এমন গান শুনে অবাক হয়েছেন অনেকেই। অনেকে আবার বর্তমান পরিস্থিতির সঙ্গে এই গানকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।