মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না: হাইকোর্ট
কলকাতা: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিজেপি নেতা মুকুল রায়। আগাম জামিনের শুনানিতে বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশ, ৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না মকুলকে। তবে তাঁকে তদন্তে সহায়তা করতে হবে। সব ধরনের সাহায্য করতে হবে তদন্তকারী সংস্থাকে। তবে নদিয়া জেলায় ঢুকতে পারবেন না মুকুল রায়। তবে পুলিশ তদন্তের জন্য তাঁকে সেখানে নিয়ে যেতে পারে। মামলার পরবর্তী শুনানি হবে ৫ মার্চ।
৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর অনুষ্ঠানে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছিল নিহত সত্যজিৎ বিশ্বাসের পরিবার। মুকুল রায়-সহ চার জনের নামে দায়ের হয় এফআইআর।
এবিষয়ে মুকুল রায়ের আইজীবী বলেন, পুলিশের কাছে যা প্রমাণ রয়েছে তা মুকুল রায়কে গ্রেফতার করার জন্য যথেষ্ট নয়। তিনি একজন সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সম্মান খর্ব করার জন্য এই সব করা হচ্ছে।