Saturday, July 27, 2024
রাজ্য​

আজ ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল

কলকাতা: আজ, বুধবার ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। আজ ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পরপরই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষের পর ছাত্রছাত্রীদের কাছে হোয়াটসঅ্যাপে ছড়ানো প্রশ্নপত্র দেখানো হয়। তারা বলে, আসল প্রশ্নপত্র ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র একই।

গতকাল, মঙ্গলবার বাংলা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা তো ফোন আনতে পারবেই না। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ফোনও প্রধানশিক্ষকের লকারে রাখতে হবে।

তাহলে এত নিষেধাজ্ঞার পরেও কিভাবে হোয়াটসঅ্যাপে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে ? উঠছে প্রশ্ন। গতদিন পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, আসল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের। বিষয়টি সামনে আসার পরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা।