Friday, April 26, 2024
রাজ্য​

‘চাকরি বিক্রিতে দলের অনেক নেতাই জড়িত’, বিস্ফোরক তৃণমূল নেতা প্রদীপ মুখোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু ভুয়োচাকরিপ্রার্থী। এরমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দলেরই নেতা বিস্ফোরক অভিযোগ করলেন। বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা প্রদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘চাকরি বিক্রিতে দলের অনেক নেতাই জড়িত রয়েছেন।’

প্রদীপ মুখোপাধ্যায় আরও বলেন, ‘চাকরি বিক্রির পাশাপাশি প্রার্থীপদও বিক্রি করা হচ্ছে। কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও গরীব মানুষের কাছ থেকে ২ হাজার-৩ হাজার করে নিয়েছে আমার দলের নেতা-নেত্রীরা।’

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল নেতার এহেন স্বীকারোক্তি যথেষ্ট অস্বস্তিতে ফেলল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলকে।