Tuesday, April 30, 2024
Latestরাজ্য​

CAA, NRC, ‘এক দেশ এক আইন’ বাতিল করা হবে, ফ্রিতে রান্নার গ্যাস; আর কী কী রয়েছে তৃণমূলের ইস্তেহারে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ইস্তেহারকে ‘দিদির ১৯ শপথ’‌ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে এগুলি কার্যকর করা হবে। 

এক নজরে তৃণমূলের ইস্তেহার: 

১. সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করা হবে।

২. মহিলাদের আর্থিক বৃদ্ধি করা হবে। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ লাখ টাকার চিকিৎসা ব্যবস্থা করা হবে।

৩. স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য। এখানে পেট্রোল–ডিজেল কম দামে দেওয়ার কথা বলা হয়েছে। যাতে দামের ওঠা নামায় মানুষের অসুবিধা না হয় তার জন্য পৃথক তহবিল গঠনের কথা বলা হয়েছে। সেখান থেকে ভর্তুকি দেওয়া হবে। 

৪. নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। এখানে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষানবিশ প্রশিক্ষণ যারা নেবেন তাঁদের বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে। প্রশিক্ষণ নেওয়াতে সুবিধার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে। বৃত্তি–সহ প্রশিক্ষণ মিলবে।

৫. আইন মেনে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।

৬. অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন। প্রত্যেক গ্রাহককে পাঁচ কেজি করে রেশন তার দুয়ারে পৌঁছে দেওয়া হবে। যাতে থাকবে চাল, ডাল, শস্য।

৭. বিনামূল্যে ১০টি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বিপিএল গ্রাহকদের।

৮. দেশজুড়ে প্রত্যেকের বাড়ি তৈরি করে দেওয়া হবে।

৯. কর্মসংস্থান নিশ্চিত থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্যে সুরক্ষা দেওয়া হবে। 

১০. বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত শ্রমিকের আয় বাড়ানো হবে।