Saturday, July 27, 2024
রাজ্য​

মিমিকে ভোট না দিলে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড: পঞ্চায়েত প্রধান

যাদবপুর: তৃণমূল প্রার্থীকে ভোট না দিলে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড। পঞ্চায়েত প্রধানের এমনই হুমকিতে চাঞ্চল্য ভাঙড়ে। ভাঙর বিধানসভা যাদবপুরের অন্তর্গত। যেখান থেকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অভিযোগ, সোমবার কৃষকদের চেক বিলির সময় ভাঙড় ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোদা শেখ হুসেন হুমকি দিয়ে বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে ভোট না দিলে ভোটার কার্ড কেড়ে নেওয়া হবে।

এখানেই থেমে থাকেননি পঞ্চায়েত প্রধান। মৃত্যুর পর পরিবারকে ২ লাখ প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে কমিশনে যাচ্ছে বিরোধীরা।

গ্রামবাসীদের উদ্দেশে মোদা শেখের হুমক, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) চেক দেবে, আর সিপিএমকে ভোট দেবে। এই কাজ মেনে নেওয়া হবে না। জানা গিয়েছে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদা শেখ।