Monday, March 24, 2025
দেশ

শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসী বলেছে কংগ্রেস, দেশ ক্ষমা করবে না: মোদী

ওয়ার্ধা: সোমবার মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার ওয়ার্ধায় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হিন্দু সন্ত্রাসের কথা বলে দেশের কোটি কোটি শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীকে কংগ্রেস অপমান করেছে। তাঁরা কংগ্রেসকে ক্ষমতায় আনবেন না। হিন্দুদের কয়েক হাজার বছরের ইতিহাসে কি একটাও সন্ত্রাসের প্রমাণ কেউ দিতে পারবে?

প্রধানমন্ত্রীর পদে থেকে কীভাবে এমন মন্তব্য? পালটা প্রশ্ন কংগ্রেসের। ওয়ার্ধায় নির্বাচনী সভায় এ দিন রাহুল গান্ধীর নাম না-করে কংগ্রেস সভাপতির কেরলের ভোটপ্রার্থী হওয়ার প্রসঙ্গে খোঁচা দিয়েছেন মোদী। মোদী বলেন, কংগ্রেস হিন্দুদের অপমান করেছে। ভোটদাতারা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দলের নেতারা তাই হিন্দু-প্রধান কেন্দ্রে প্রার্থী হতেই ভয় পাচ্ছেন।

উল্লেখ্য, ওয়ানাড় কেন্দ্রে প্রায় ৪৯ শতাংশ হিন্দু, ২৮ শতাংশ মুসলিম এবং ২১ শতাংশ খ্রিস্টান ভোটদাতা রয়েছেন। মোদীর মন্তব্যে স্পষ্ট, লোকসভা ভোটে সেই ধর্মগত জনবিন্যাসের বিষয়টিও প্রচারে আনতে চলেছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত মহারাষ্ট্রেরই শোলাপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস প্রার্থী হয়েছেন দ্বিতীয় ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। ২০১৩ সালে জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ এবং মালেগাঁও নাশকতার প্রসঙ্গ তুলে যিনি কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলির বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন।