‘স্বাধীনতার ৭০ বছর কেটেছে, মোদীর মতো নেতা আসেননি’
গান্ধীনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন নেতার জন্য দীর্ঘ ৭০ বছর দেশবাসী অপেক্ষা করে আছে। এদিন এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।
বিজেপি সভাপতির মতে, আগামীদিনে দেশকে কে নেতৃত্ব দেবেন, শুধুমাত্র এই ইস্যুর ওপর ভিত্তি করে এই লোকসভা ভোটে লড়াই হতে চলেছে। অমিত শাহের দাবি, একমাত্র নরেন্দ্র মোদী, এনডিএ এবং বিজেপি দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারবে।
পাশাপাশি এদিন রাজনৈতিক জীবনে দীর্ঘ এই সফরের নানা স্মৃতি রোমন্থন করে অমিত শাহ জানান, ১৯৮২ সালে একজন সাধারণ কর্মী থেকে আজ তিনি জাতীয় সভাপতি।
প্রসঙ্গত, গান্ধীনগর কেন্দ্র থেকে টানা ৫ বার লোকসভায় জেতা লালকৃষ্ণ আডবানীকে এবার আর টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে এই কেন্দ্র থেকে লোকসভায় লড়ছেন অমিত শাহ।