Saturday, July 27, 2024
রাজ্য​

সংখ্যালঘু ভোটারদের সম্মানে রোজা রাখবেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী

বারুইপুর: রমজানে ভোট, কষ্ট হবে সংখ্যালঘুদের। তাই তাঁদের সঙ্গে রোজা রাখবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্বাচনী জনসভায় গিয়ে নিজেই এই ঘোষণা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী।

কিন্তু কেন? বারুইপুরের কোয়াতলায় সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মিমি বলেন, আগামী ১৯ মে ভোটের দিন। ওইদিনও রমজানের উপোস চলবে। আপনাদের কথা দিচ্ছি, ওইদিন আমিও উপোস করব। বিকালে আপনাদের সঙ্গেই রোজা ভাঙব।’ মিমির এই প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল।

মিমির এহেন কথা শুনে অবশ্য আক্রমণে নেমেছে বিজেপি। তাঁদের বক্তব্য, এগুলিই সবই ভোটের রাজনীতি। সংখ্যালঘু তোষণ করে ভোটে আর জিততে পারবে না তৃণমূল।

তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য সেসব কানে তুলতে রাজি নয়। তাঁদের বক্তব্য, নিজের মতো করে এরই মধ্যে মিমি যেভাবে সভা-সমিতিতে ঝড় তুলছেন, তা প্রশংসাযোগ্য তো বটেই। রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট করার আহ্বান জানিয়ে বারুইপুরের ওই কর্মিসভার মঞ্চ থেকে পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন মিমি।