এক নজরে দেখে নিন কংগ্রেসের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি
নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা ভোটের ইস্তেহারে ‘সম্পদ ও কল্যাণ’ এই দুই বিষয়ের উপর জোর দিয়েছে কংগ্রেস। ন্যায়, ন্যূনতম আয় সহায়ক যোজনা ছাড়াও বাড়তি কর্মসংস্থান ও পৃথক কৃষি বাজেট গঠন করার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের ইস্তেহারের নাম ‘হম নিভায়েঙ্গে’- এক নজরে দেখে নিন ইস্তেহারের মূল বিষয়গুলি–
১. কৃষিঋণ: শিল্পপতিরা ব্যাঙ্ক ঋণ নিয়ে দেশ ছাড়া হচ্ছেন। কিন্তু জেলের ঘানি টানছেন কৃষকরা। কৃষকরা অক্ষম হলে ঋণ শোধ করতে হবে না। এমনকি তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে না।
২. ন্যায়: কংগ্রেসের ‘ন্যায়’ (ন্যূনতম আয় যোজনা)-য় বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক গরিব পরিবারকে।
৩. কর্মসংস্থান: ২০২০ সালের মধ্যে ২২ লাখ সরকারি চাকরি ও গ্রাম পঞ্চায়েতে ১০ লাখ কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে ইস্তেহারে।
৪. ১৫০ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
LIVE: Congress President @RahulGandhi launches 2019 Manifesto. #CongressManifesto2019 https://t.co/DkytKJojHU
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) 2 April 2019
৫. রেলের মতোই কৃষকদের জন্য পৃথক বাজেট করা হবে।
৬. বেকারত্ব, কৃষক আত্মহত্যা এবং নিশ্চল অর্থনীতি দূর করাই হবে প্রথম লক্ষ্য। দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে ‘শক্-থেরাপির’ প্রয়োজন বলে দাবি করেন রাহুল গান্ধী।
৭. নাগরিকত্ব সংশোধনী বিল: ক্ষমতায় এলে অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা হবে।
৮. জিএসটি: মোদীর গব্বর সিং ট্যাক্স (জিএসটি বা পণ্য ও পরিষেবা কর)-র ৫টা ধাপ তুলে একটিতে করা হবে। অর্থাৎ জিএসটি-র একটিই স্তর থাকবে, যেখানে ন্যূনতম কর দিতে হবে জনগণকে।
৯. হিংসামূলক অপরাধ রুখতে ব্যবস্থা: এনডিএ সরকারের আমলে গণপিটুনি সহ অন্যান্য হিংসামূলক অপরাধ ঘটেছে, এই ধরনের ঘটনা রুখতে সংসদে বিশেষ আইন আনা হবে।
১০. শিক্ষা: শিক্ষা খাতে ৬ শতাংশ জিএসটি করা হবে।