মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপি, বলছে টাইমস নাওয়ের বুথফেরত সমীক্ষা
ভোপাল: গত ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে ২৩০টি আসনে ভোট হয়েছে। গত ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২০০৩ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। তবে এবার কি প্রতিষ্ঠান বিরোধিতা সামলে ও কংগ্রেসকে দমিয়ে বিজেপি কি ফের আরও একবার মধ্যপ্রদেশে বিজয় কেতন ওড়াবে? নাকি কংগ্রেস দেড় দশক পরে ফের ক্ষমতায় ফিরবে মধ্যপ্রদেশে?
টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে ফের আরও একবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপি পেতে চলেছে ১২৬টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে চলেছে ৮৯টি আসন। এছাড়া বিএসপি পেতে চলেছে ৬টি আসন ও অন্যান্যরা পেতে চলেছে ১১টি আসন।
TIMES NOW-CNX Mega Exit poll Party-wise seat prediction for Madhya Pradesh #Dec11WithTimesNow pic.twitter.com/CeVaA8HOB0
— TIMES NOW (@TimesNow) 7 December 2018
টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে বিজেপি ভোট শতাংশের বিচারে পেতে চলেছে ৪২.৫০ শতাংশ। কংগ্রেস পেতে চলেছে ৩৮.৩৩ শতাংশ ভোট, বিএসপি পেতে চলেছে ৭.৯৫ শতাংশ ও অন্যান্যরা পেতে চলেছে ১১.২২ শতাংশ ভোট।
মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য চাই ১১৬টি আসন। বিজেপি গতবার বিপুল ভোটে জয়ী হলেও এবার আসন কমছে। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা আটকাচ্ছে না মোদী-অমিত শাহদের।