Wednesday, September 11, 2024
কলকাতা

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম হলেন কলকাতার চৈতালি দাস

কলকাতা: দুবাইয়ে অনুষ্ঠিত আর্ন্তজাতিক সৌন্দর্য প্রতিযোগীতায় প্রথম হলেন কলকাতার বাসিন্দা রক্ষক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চৈতালি দাস। শুধুমাত্র ভারত থেকেই নয়, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দুবাই থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। তবে সবাইকে পিছনে ফেলে প্রতিযোগীতায় প্রথম হন বঙ্গ তনয়া চৈতালি দাস

তবে এই প্রতিযোগীতার মুখ্য বিষয় কিন্তু শুধুই সৌন্দর্য প্রদর্শন নয়, বুদ্ধিমত্তা, ট্যালেন্ট, ফ্যাশন, কথা বলার দক্ষতা সবই বিবেচনায় নেয়া হয়েছিল। মূল প্রতিযোগীতার আগে ছিল চারদিনের গ্রুমিং সেশন। সেই গ্রুমিং সেশনে যোগা, নানা বিষয় নিয়ে আলোচনা থেকে বেড়ানো সবই ছিল।

রাজ্যের সংশোধনাগার থেকে শুরু করে লিঙ্গ সাম্য, প্রান্তিক মানুষজন, গ্রামের মেয়েরা ও পিছিয়ে পড়া শিশু সকলের জন্যই সমাজসেবা মূলক কাজ করেন চৈতালি। এছাড়া বয়স্কদের নিয়েও কাজ করেন তিনি। নিজ উদ্যোগেই তৈরি করেছেন এই ফাউন্ডেশন। এখনও পর্যন্ত ২০ হাজার জীবন রক্ষা করেছেন চৈতালি।