আলোচনার সময় শেষ, পাকিস্তানকে মোদীর রণহুঙ্কার
নয়াদিল্লি: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় ৪৯ সেনা জওয়ানের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রণহুঙ্কার, পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় শেষ হয়েছে। এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সময়।
সোমবার ভারত সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে দেয়া যৌথ এক বিবৃতিতে এই হুঙ্কার দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রচুর আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসবাদের ব্যাপারে আলোচনা করেছি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারত ধারাবাহিকভাবে এই বিষয়টি উত্থাপন করেছেন। এখন সময় এসেছে যথাযথ ব্যবস্থা নেয়ার।
মোদী বলেন, পাকিস্তানের মদদ পুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ এই হামলা চালিয়েছে। এর আগে সময় মতো সুবিধাজনক উপায়ে এই হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোদী।
উল্লেখ্য, আজ ভারতীয় নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে পুলওয়ামা হামলার মূলচক্রী জইশ-ই-মহম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি নিহত হয়েছে।