Saturday, July 27, 2024
দেশ

সুখবর! একধাক্কায় ৫ টাকা কমল পেট্রোলের দাম

চন্ডীগড়: এক ধাক্কায় লিটার প্রতি ৫টাকা পেট্রোলের দাম কমালো পাঞ্জাব সরকার ৷ ডিজেলেও প্রতি লিটারে কমানো হয়েছে ১ টাকা। পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল রাজ্য বাজেট তুলে ধরেন। বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রাম ও শহরের পরিকাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার বিধানসভায় পেশ করা বাজেটে পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের মূল্য ১ টাকা প্রতি লিটার কমানোর কথা বলা হয়েছে। আজ রাত থেকেই এই নয়া দাম কার্যকর করা হচ্ছে। মনপ্রীত সিং জানান, পেট্রোল-ডিজেলের মূল্য কমানোর জন্য মূল্য সংযোজন করও কমানো হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে গত ৫ দিন ধরে জ্বালানির দাম অনেকটাই বেড়ে যায়। গত ৫ দিনে রাজধানী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৫৮ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৪৯ পয়সা বেড়ে যায়। তবে সোমবার পাঞ্জাব সরকারের এই পেট্রোল-ডিজেলের মূল্য হ্রাসে রাজ্যবাসী যে স্বস্তির নিঃশ্বাস ফেলবে তা বলা বাহুল্য।