Thursday, September 28, 2023
দেশ

‘ইসলাম ধর্ম গ্রহণ করুন, না করলে হাত-পা কেটে নেব, হুমকি মালয়ালি লেখককে

প্রখ্যাত জনপ্রিয় মালয়ালি লেখক কে পি রামানুন্নিকে ইসলাম ধর্ম গ্রহণ করার হুমকি দিয়ে বেনামি চিঠি পাঠানো হয়েছে। কেরলে রামানুন্নির কোঝিকোেডর বাডিতে ছয়দিন আগে এই হুমকি চিঠি আসে। সূত্রের খবর, চিঠিটি মালাপ্পুরম জেলার মাঞ্জেরি থেকে পাঠানো হয়েছে। চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে আগামী ছয় মাসের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাঁর ডান হাত ও বাম পা কেটে ফেলা হবে।

উক্ত বেনামি চিঠিতে দাবি করা হয়েছে, রামানুন্নির প্রকাশিত কিছু লেখা মুসলিম যুবকদের ভুল পথে চালিত করছে। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, অধ্যাপক টি জে যোশেফের যেমন পরিণতি হয়েছিল, আপনারও সেই একই পরিণতি হবে।

উল্লেখ্য ২০১০ সালে পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে অধ্যাপক টি জে যোসেফের ডান হাত কেটে নিয়েছিল একটি মৌলবাদী সংগঠনের দুষ্কৃতীরা।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “যে সমস্ত মানুষজন মুক্ত চিন্তাধারার কথা বলেন, তাঁদেরকে হুমকি দেওয়া হলে সরকার বিষয়টি সহ্য করবে না।” দুষ্কৃতীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান।