Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আবারও হামলা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জোর করে বাড়ি ছাড়া করা হচ্ছে। বিগত বছরগুলিতেও হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা-জখম-নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দিরের পুরোহিত হত্যা, লুটপাট, বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা অব্যাহত ছিল।

আবারও হামলা হিন্দু পরিবারের উপরে হামলা করা হলো। এবার মগুরার শালিকা উপজেলায় জমি জোরপূর্বক দখল করতে একটি হিন্দু পরিবারের উপরে হামলা করে দুষ্কৃতীরা।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত রমেন রজক বলেন, কামরুজ্জামান কারফু ও খইরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ‌যুবক তাঁদের উপরে হামলা করে।দুষ্কৃতীরা এসে তাঁদের পরিবারের সদস্যদের মারধর করে। হুমকি দিয়ে বলে যায়, তাদেরকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে।

স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, বাংলাদেশে উপজেলা পরিষদের নেতা ও আধিকারিকরাই তাদের জমি জোরপূর্বক দখল করে তাদেরকে ভিটেমাটি ছাড়তে বাধ্য করছেন।