Wednesday, September 11, 2024
দেশ

চোরই এখন চৌকিদারকে চোর বলছে: মোদী

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায়’ এর উত্তরে একের পর এক অভিযোগে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, চৌকিদারের উপর চোরই চোখ রাঙাচ্ছে। পাশাপাশি বিরোধী জোটকেও তীব্র কটাক্ষ করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, ৩০ বছরে এই প্রথম মানুষের ভালোবাসায় একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর এখন এমন একটি জোট ক্ষমতায় আসার চেষ্টা করছে যাদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

এরপরই বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ জানে জোটের সরকার ক্ষমতায় এলে কী সমস্যার সম্মুখীন হতে হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, চিন্তার কোনও কারণ নেই। যে সরকারের কোনও বিশ্বাসযোগ্যতা নেই তারা ক্ষমতায় আসবে না।

মোদী বলেন, আমি অবাক হই যখন রাফায়েল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে উনি (রাহুল গান্ধী) মিথ্যা বলেন। আমি বুঝতে পারি, ওদের সময়ে কোনও কিছুই স্বচ্ছভাবে হয়নি। এরপরই মোদী করেন, চৌকিদারের উপর চোখ রাঙাচ্ছে চোর।