Wednesday, September 11, 2024
রাজ্য​

মানুষ বুঝেছে বাংলার স্বপ্ন বিজেপিই পূরণ করবে: মোদী

নয়াদিল্লি: আজ, শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সেই সভার আগে সকাল-সকাল দু’টি টুইট করেছেন প্রধানমন্ত্রী। প্রথম টুইটে তিনি জলপাইগুড়ি সভায় যোগদানের কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর দফতরের ওয়েবসাইটের লিঙ্কও শেয়ার করে তাঁর কর্মসূচির উল্লেখ করেছেন। তাতে স্পষ্ট রয়েছে যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন মোদী।

দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, বিজেপির জন্য বাংলার মানুষের সমর্থন দেখে তিনি অভিভূত। তাই তিনি বাংলার মানুষের জন্য আশ্বাসবাণীও শুনিয়েছেন তিনি। মোদী লিখেছেন, বাংলার মানুষের স্বপ্নপূরণ করবে বিজেপি। সেটা এ রাজ্যের মানুষ বুঝতে পেরেছে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার ঠাকুরনগর ও দুর্গাপুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। দু’টি সভা থেকেই নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, কলকাতার পুলিশ- সিবিআই ইস্যুতে বুধবার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। ধর্নার প্রসঙ্গ উল্লেখ না করলেও ওই বিষয়েই সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের।