Sunday, October 6, 2024
দেশ

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে মন্দির চাই, উপাচার্যকে ১৫ দিন সময় দিল বিজেপি

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে মন্দির তৈরি করার কথা জানাল জেলা বিজেপি যুবশাখা। এবং এ বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এমনকী তারা এমনও হুমকি দিয়েছে কর্তৃপক্ষ মন্দির নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে যুব কর্মীরা নিজেরাই তা করবে।

জেলা বিজেপি যুবশাখার পক্ষ থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে তারা মন্দির তৈরি করতে চায়। এর জন্য জায়গা দিতে হবে। এনিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। তাদের দাবি বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে গেলে মন্দির নির্মাণ জরুরি।

সংবাদসংস্থা এএনআইকে বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট মুকেশ সিং লোধি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে পনের দিন সময় দেওয়া হল। চিঠির জবাব দিতে হবে। তা না করলে আমরাই ক্যাম্পাসে মূর্তি স্থাপন করব।

মুকেশ সিং লোধি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যাল চত্বরে কোনও মন্দির না থাকায় পুজোর সময় ছাত্রদের ভীষণ অসুবিধে হয়। তাই তাদের ধর্মাচরণে যাতে বাধা না পড়ে, সে জন্য মন্দির নির্মাণ জরুরি।