Saturday, September 14, 2024
দেশ

হিন্দু মেয়েদের গায়ে হাত দিলে হাত কেটে নেওয়া হবে: কেন্দ্রীয় মন্ত্রী

বেঙ্গালুরু: রবিবার কর্ণাটকের কোদাউগু জেলার সোমরপেট এলাকার মাদাপুরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু জাগরণ বেদিকে নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেখানে যোগ দেন উত্তর কর্নাটকের পাঁচ বারের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। সেখানেই তিনি বলেন, ‘সমাজে কোন বিষয়টি আগে প্রয়োজন তা ভেবে দেখা দরকার। কোন জাত বিচার করার প্রয়োজন নেই। যদি কোনও হাত হিন্দু মেয়েকে ছোঁয় তাহলে তা আর রাখার প্রয়োজন নেই।‘

এর পাশাপাশি তাজমহলেরও ব্যাখ্যা দিয়ে হেগড়ে বলেন, তাজমহল মুসলিমরা তৈরি করেনি। ইতিহাস যা বলে তা একেবারেই সত্যি নয়। সম্রাট শাহজাহান তাঁর আত্মজীবনীতে লিখেছেন তিনি ওই প্রাসাদ কিনেছিলেন রাজা জয় সিংহের কাছ থেকে। এটি ছিল একটি শিব মন্দির যা তৈরি করেছিলেন রাজা পরমাতীর্থ। তখন এটির নাম ছিল তেজো মহালয়া। হিন্দুরা যদি ঘুমিয়ে থাকে তাহলে একদিন আমাদের সব বাড়িকেই ‘মঞ্জিল’ বলা শুরু হবে। ভবিষ্যতে রামকেও হয়তো ‘জাহাপনা’ ডাকা হবে।

হেগড়ের এমন বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন অনেকে। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও এর তীব্র প্রতিবাদ জানান। গুন্ডু রাও টুইটারে লেখেন, ‘এটা ওর (হেগড়ে) সাংস্কৃতিক বোধবুদ্ধির অভাব। উনি হিন্দু সংস্কৃতি থেকে কিছুই শিক্ষা নেননি।’ গুন্ডু রাও আরও লেখেন, ‘সময় ফুরিয়ে যায়নি। উনি এখনও সম্মাননীয় ব্যক্তি হতে পারেন।’