Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

‘চক, ডাস্টার, বইপত্রের পরিবর্তে গাজার স্কুল থেকে উদ্ধার গুলি, বিস্ফোরক’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার চাঞ্চল্যকর দাবি করলো ইসরায়েল সেনা। নয়া ভিডিও শেয়ার করল ইজরায়েলি (IDF) সেনা দাবি করেছে, গাজার স্কুলে চক, ডাস্টার বইপত্রের পরিবর্তে মিসাইল, গুলি, বিস্ফোরক-সহ আরও কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে। স্কুলে বইপত্রের পরিবর্তে যুদ্ধের সরঞ্জাম কিভাবে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইডিএফ।

জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে গাজার একটি স্কুলে অভিযান চালায় আইডিএফ। অভিযান চালিয়ে সেখান থেকে মিসাইল, গুলি, বিস্ফোরক-সহ আরও কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়।


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় পালটা হামলা চালায় ইজরায়েল। যার জেরে ইজরায়েলে ১৪০০-র পরিবর্তে গাজায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। যা নিয়ে গোটা বিশ্ব তোলপাড়।