Thursday, June 13, 2024
জীবনযাপন

‘বিশ্বের দ্রুততম গাড়ি’ লঞ্চ করলো টেসলা

‘বিশ্বের দ্রুততম গাড়ি’ লঞ্চ করলো ইলন মাস্কের টেসলা। এটি ছুটবে ব্যাটারিতে। বৃহস্পতিবার টেসলা মডেল এস প্লেইডের (Tesla Model S Plaid) লঞ্চ করল টেসলা।

ইলন মাস্ক জানিয়েছেন, Tesla-র এই গাড়ির ড্রাইভিং রেঞ্জ হার মানাবে সমদামের অন্যান্য পেট্রোলচালিত ও ইলেকট্রিক স্পোর্টস কারকে। এক চার্জেই ৩৯০ মাইল যেতে সক্ষম এটি।

ইলন মাস্ক জানান, ইলেকট্রিক গাড়ি মানেই তা ধীর গতির বলে অনেকের ধারণা আছে। Model S Plaid মানুষের মনের সেই ভুল ধারণা ভেঙে দেবে।

টেসলা জানিয়েছে, ০-৬০ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে মাত্র ১.৯৯ সেকেন্ড সময় নেবে মডেল এস প্লেইড। ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ২০০ মাইল। – Reuters