Monday, May 27, 2024
দেশ

স্কুলের শৌচালয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

পাটনা: স্কুলের শৌচালয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পাটনার দানাপুরের বেসরকারি স্কুলের ঝাড়ুদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঝাড়ুদার রামজি প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতা শিশুর মা জানিয়েছেন, স্কুলের ছুটির পর তিনি দেখেন ভয়ে সিঁটিয়ে রয়েছে মেয়ে। নির্যাতিতা ওই শিশু জানায়, ক্লাসের মধ্যে শৌচালয়ে গিয়েছিল সে। সেখানে আগে থেকে হাজির ছিল ঝাড়ুদার রামজি প্রসাদ। শৌচালয়ে মেয়েটির সঙ্গে অভব্য আচরণ করে রামজি।

তখন বাবাকে ফোন করে ডাকেন মা। স্কুল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি জানান তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে।

অভিযুক্ত ঝাড়ুদার রামজি প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। অভিভাবকারা স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বিজেপি বিধায়ক আশা সিনহা বলেন, ”অভিযুক্তকে টুকরো টুকরো কাটা উচিত।’