Thursday, July 18, 2024
দেশ

আসলে দিল্লির জামা মসজিদ ছিল যমুনা দেবী মন্দির: বিনয় কাটিয়ার

নিউদিল্লি: দিল্লির জামা মসজিদ আদতে ছিল যমুনা দেবী মন্দির। এমনই দাবি করলেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। বৃহস্পতিবার তিনি বলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে দিল্লির জামা মসজিদ ছিল যমুনা দেবী মন্দির। সেই মন্দির ভেঙে বানানো হয় জামা মসজিদ।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে বিনয় কাটিয়ার বলেন, মুঘল সম্রাটরা প্রায় ৬০০০ জায়গা ভেঙে দিয়েছিল। দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবী মন্দির। একইভাবে তাজমহল ছিল তেজোমহল।

বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার দাবি, ‘‘হিন্দুদের ধর্মীয় স্থানগুলি তছনছ করে গুঁড়িয়ে দিয়েছে মুসলিম শাসকরা। কিন্তু আমরা  হিন্দুরা কেবল অযোধ্যায় রাম জন্মভূমি, কাশিতে বিশ্বনাথ মন্দির এবং মথুরাতে কৃষ্ণ জন্মভূমি নির্মাণের দাবি জানিয়েছি। আগে রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ করা হোক।