Sunday, October 13, 2024
রাজ্য​

নন্দীগ্রামে মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী

কলকাতা: রবিবার গোটা দেশের নজর ছিল হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকে। টানটান উত্তেজনার মাঝে শেষ হাসিটা হাসলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৭৩৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি।

এই জয়ের পরে টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, আমার উপর বিশ্বাস ও ভরসা রাখার জন্য নন্দীগ্রামের প্রতিটি মানুষকে অসংখ্য ধন্যবাদ। এই জয় নন্দীগ্রামে প্রতিটি মানুষের জয়। আগামী দিনে নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করাই আমার সংকল্প।

এদিকে, নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। এই নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, কারচুপি হয়েছে, আমরা আদালতে যাব।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বারবার ডাটা দিয়েও বদল করা হয়েছে। এর মধ্যে কিছু একটা গন্ডগোলের আভাস পাচ্ছেন তাঁরা। তাই আমরা চাই নন্দীগ্রামে আরও একবার ভোট গণনা করা হোক। পাশাপাশি, তিনি আরও জানান, যদিও যেখানে ২২১ টা আসন তাঁর দলের, শুধু নন্দীগ্রাম নিয়ে কিছু আসা যায় না। পরে যে কোনও আসন থেকে তিনি জিতে আসতে পারেন।

বিজেপি বাংলায় সরকার গড়ার ধারে কাছে যেতে পারেনি। তবে নন্দীগ্রামে জেতা গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি।