Friday, April 26, 2024
কলকাতা

মমতার জন্য সারদা কান্ডে বাংলার ৩ কোটি মানুষ টাকা হারিয়েছেন: শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতি মামালায় বেছে বেছে তৃণমূলের নেতাকর্মীদের নিশানা করা হচ্ছে। এমনটাই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের তরফে। চিঠিতে অভিযোগ করা হয়েছিল, তৃণমূল নেতাকর্মীদের অযথা হয়রানি করা হচ্ছে। এছাড়া নারদকাণ্ডে নাম থাকা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অভিযুক্তরা কিভাবে ইডি-সিবিআইয়ের হাত থেকে পার পেয়ে যাচ্ছেন?

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “যে দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে, তাতে বাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, কলঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। চিঠিতে ১৮ জন রাজনীতিকের সঙ্গে আমার নামও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারদা চিটফান্ড থেকে পঞ্জি কালেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের সংযুক্তির কথা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি, সিবিআই তদন্তকে ত্বরান্বিত করতে। বাংলার ৩ কোটি মানুষের টাকা গিয়েছে মমতার জন্য।”

উল্লেখ্য, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া অভিনেতা বনি সেনগুপ্তকেও ফের তলব করেছে ইডি। নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে অভিনেতার অ্যাকাউন্টে ২০-৩০ লাখ টাকা ঢুকেছে বলে অভিযোগ।

বনি প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য টুইটে বলেছেন, “বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!”