Saturday, July 27, 2024
দেশ

OIC সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হলেন সুষমা স্বরাজ

আবুধাবি: অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC-র সম্মেলনে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর এ কারণেই এবারের বৈঠকে অংশগ্রহণ করেনি পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানান, ওআইসির কাউন্সিলে আমি যোগ দেব না। সুষমা স্বরাজকে এই বৈঠকে গেস্ট অফ অনার করা হয়েছে। তাই নীতিগত ভাবেই বৈঠকে থাকবে না পাকিস্তান।

শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে নাম প্রকাশ না করে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ফাঁকা আসনের দিকে তাকিয়ে বলেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে। আমরা যদি মানবতাকে রক্ষা করতে চাই তাহলে যেসব দেশ সন্ত্রাসকে অর্থ ও আশ্রয় দিয়ে সাহায্য করে তাদের এ ধরনের কাজ করা থেকে সরে আসার বার্তা দেয়া উচিৎ।

সুষমা স্বরাজ বলেন, সন্ত্রাস ও চরমপন্থা এক বিষয় নয়। এদের আলাদা দুটি নাম আছে। কিন্তু এই দুটি বিষয়ের ক্ষেত্রেই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নানাকাজে সেগুলোকে ব্যবহার করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, লড়াইটা সন্ত্রাসের বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। তাই তাদের দেশের মাটিতে যে জঙ্গি শিবিরগুলো রয়েছে সেগুলো অবিলম্বে গুঁড়িয়ে দিতে হবে।

সুষমা স্বরাজ বলেন, মুসলিম ভাইবোনদের নিয়েই বৈচিত্র্যপূর্ণ ভারত গড়ে উঠেছে। তারা নিজেদের ধর্মাচরণ করেন এবং অমুসলিম ভাইবোনদের সঙ্গে মিলেমিশে থাকেন। এই বৈচিত্র্য এবং সহাবস্থানের জন্যই মৌলবাদ ও চরমপন্থা ভারতীয় মুসলিমদের প্রভাবিত করতে পারেনি।