কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ৩ জওয়ান
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। জখম আরও ৩ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে বাবাগুন্দ লানগাতের এলাকায় অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক সিআরপিএফ অফিসার এবং দু’জন জম্মু-কাশ্মীর পুলিশের কর্মী শহিদ হয়েছেন।
সেনা-জঙ্গি সংঘর্ষে জখম হয়েছেন আরও ৩ আধা সামরিক বাহিনীর জওয়ান। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে ১ সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে।
আহতদের হান্দওয়ারা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই এখনও চলছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।