৪ দিনে ৪৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্থানি সেনার
শ্রীনগর: পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান মুখে শান্তির কথা বললেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই চলেছে পাক বাহিনী। শুক্রবার জম্মু-কাশ্মীরের একসঙ্গে একাধিক স্থানে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী। জনবসতি অঞ্চলকে টার্গেট করছে পাকিস্তান। গত ৪ দিনে মোট ৪৮ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ মেন্ধার এবং কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক বাহিনী।এর আগে বিকাল ৪টা ১৫ মিনিট নাগাদ রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে মর্টার হামলা চালায় পাক রেঞ্জার্সরা।
এ ছাড়া উরি সেক্টরের গাওয়াহালান, চোকাস, কিকের এবং কাথিতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা এবং সিএসএফের তরফে পাক সংঘর্ষবিরতি লঙ্ঘনের যথাযোগ্য জবাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকালে কাশ্মীরের হান্দওয়াড়ায় এনকাউন্টারে শহিদ হলেন এক সিআরপিএফ অফিসার ও দুই পুলিশ অফিসার। নিহত হয়েছেন এক সাধারণ নাগরিকও।