বিয়ের ভোজের টাকা শহিদদের পরিবারকে দিলেন কনের বাবা
সুরাট: দেশ সবকিছুর আগে। তার আগে কিছু নেই। সেনা জওয়ানরা এ কথা মনে প্রাণে বিশ্বাস করেন। তবে দেশের কতিপয় আমজনতাও যে এই কথা মনে প্রাণে মেনে চলেন তার প্রমাণ দিলেন গুজরাটের এক সাধারণ ব্যবসায়ী। মেয়ের বিয়েটা কোনওমতে করিয়ে বউ ভাত বাতিল করে তার পুরো খরচ ধরে শহিদদের পরিবারের উদ্দেশে দিয়ে দিলেন সুরাটের ছোটখাটো হীরা ব্যবসায়ী দেওয়াসি মানেক।
মেয়ে অ্যামি’র বিয়ে ছিল শুক্রবার। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল সব আয়োজন। ভেবেছিলেন ধূমধাম করে একমাত্র মেয়ের বিয়ে দেবেন। কিন্তু বিয়ের আগের দিন বিকালেই এমন একটা খবর পেলেন, তাতে সব আনন্দ মাটি হয়ে গেল।টিভিতে দেখলেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালিয়েছে জইশ-ই-মহম্মদ। তাই শুক্রবার মেয়ে অ্যামি’র বিয়ে হয়েছে সাদামাটাভাবেই।
কিন্তু খাওয়া-দাওয়ার আয়োজন কোথায়? বরপক্ষ থেকে শুরু করে আমন্ত্রিত, সবাই সবার মুখের দিকে তাকাচ্ছেন। তবে কনের বাবার সে সবে হেলদোল নেই। কারণ জানার পর অবশ্য কারও মুখেই কোনও ক্ষোভ নেই। বরং সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন পাত্রীর বাবাকে। মেয়ের বিয়ের খাওয়াদাওয়ার খরচের জন্য রাখা ১৬ লাখ টাকার পুরোটাই যে তিনি দিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় শহীদ সিআরপিএফ জওয়ানদের পরিবারকে।
দেওয়াসি বলেন, বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, তাই সেটা বন্ধ করিনি। কিন্তু বিয়ের খরচ বাদে আনুষঙ্গিক আর কোনও খরচ করিনি। পুরোটাই দিয়ে দিয়েছি শহিদ জওয়ানদের পরিবারের উদ্দেশে। আমি জানি, তাঁরা যা হারিয়েছেন, তার কোনও ক্ষতিপূরণ হয় না। এই টাকায় আর্থিকভাবে যদি কিছুটা সাহায্য হয়, তাহলেই আমি ভাববো, আমার জীবন সফল। আশা করি তারা আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন।