Wednesday, September 11, 2024
দেশ

আপনাদের মতো আমার বুকেও আগুন জ্বলছে: মোদী

বারউনি: কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার দুপুরে জঙ্গি হামলায় ৪৯ সেনা জওয়ানের নিহত হওয়ার ঘটনায় বুকে ‘প্রতিশোধের আগুন জ্বলছে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিহারের বারউনিতে অনুষ্ঠানে গিয়ে মোদী নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমন কথা বলেন।

জঙ্গি হামালার ঘটনাকে চাঁচাছোলা ভাষায় নিন্দা করে মোদী বলেন, দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি অনুভব করছি। জেনে রাখুন, যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে।

এদিন বারউনিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। সেখানে পুলওয়ামা হামলায় নিহত জওয়ান বিহারের সঞ্জীব কুমার সিনহা ও ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে এদিন প্রায় ৩৩ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদী। তবে এদিন মোদীর বক্তৃতায় সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে জঙ্গি হামলায় নিহন হয়েছেন ৪৯ সেনা জওয়ান। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।