Saturday, July 27, 2024
রাজ্য​

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন না শহিদ পত্নী

কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলায় স্বামী বাবলা সাঁতরার মৃত্যুর খবর পেয়ে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী মিতা সাঁতরা। কারও সঙ্গেই কথা বলছেন না। উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকছেন কখনও। হঠাৎ হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠছেন। কখনও বা আবার ছ’বছরের মেয়ে পিয়ালকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন। স্থানীয় বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলার অনুরোধ করলেও রাজী হননি বাবলা সাঁতরার স্ত্রী মিতাদেবী।

বৃহস্পতিবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামাতে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৯ জওয়ান শহিদ হয়েছেন। হাওড়ার বাউড়িয়ার চককাশীর বাবলা সাঁতরা তাঁদেরই একজন। বাবলা সাঁতরার মৃত্যুর খবর পেতেই শুক্রবার সকাল থেকেই হাওড়ার বাউড়িয়ার চকাকশীর রাজবংশী পাড়া সাঁতরা বাড়িতে ভেঙে পড়েছে ভিড়।

পাড়া প্রতিবেশী, আশপাশের জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন শহিদ বাবলা সাঁতরার বাড়িতে। উলুবেড়িয়া কেন্দ্রের বিধায়ক পুলক রায়ও আসেন শহিদ জওয়ানের বাড়িতে। পুলক রায়েের ফোনেই ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদের মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর মিতাদেবীর সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। কিন্তু কিছুতেই কথা বলতে রাজি হননি শহিদ পত্নী।

উল্লেখ্য, পুলওয়ামা ভয়াবহ হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। শহিদদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।