লাউডস্পিকার নিয়ে বিজেপির পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি ও মার্চ মাসে লাউডস্পিকার বাজানোর অনুমতি দেওয়া হোক। বঙ্গ বিজেপির এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়।
রাজ্যে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার না বাজানোর বিধি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছিল ২০১৩ সালে। তা নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এই সময়টা স্কুল-কলেজের নানা পরীক্ষা থাকে, বোর্ডের পরীক্ষা থাকে। তবে সেই নিয়মের বিরুদ্ধেই আদালতে গিয়েছিল বিজেপি। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচনী প্রচারের চেয়ে শিশুদের পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Supreme Court has dismissed the West Bengal Bharatiya Janata Party’s (BJP) petition seeking setting aside the West Bengal High Court order which had put a ban on use of mikes and loudspeakers in the residential areas in the state.
— ANI (@ANI) 11 February 2019
বিজেপির দাবি ছিল, লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারকে স্তব্ধ করতে এই নিয়ম চালু হয়েছে। বিজেপির সমর্থনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। বিজেপির অভিযোগ, পরীক্ষার থেকেও বেশি রাজনৈতিক কারণে লাউডস্পিকার ব্যবহার করতে দেওয়া হয়নি।