Tuesday, December 10, 2024
রাজ্য​

CBI চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিনিয়োগকারীরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। তবে তাঁদের এই আবেদন আজ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, তাঁরা মনিটরিং কমিটি গঠনে ইচ্ছুক নয়। তাঁরা চান, সিবিআই চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক। এবং নিয়মিত শীর্ষ আদালতকে আপডেট দিতে থাকুক।

উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশে চিটফান্ড দুর্নীতির তদন্ত করছে সিবিআই। চিটফান্ড তদন্তে শনিবার থেকে শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সারদা চিটফান্ডে অন্য়তম অভিযুক্ত কুণাল ঘোষকেও। আজ, সোমবারও দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।