Saturday, July 27, 2024
দেশ

সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি নয়, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি নয়, মঙ্গলবার সাফ জানিয়ে দিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অর্থাৎ, সমলিঙ্গের বিয়েকে সাংবিধানিক স্বীকৃতি দিল না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে ২ জন সমলিঙ্গের বিয়ের পক্ষে থাকলেও, ৩ জনের মত বিপক্ষে ছিল।

তবে সুপ্রিম কোর্ট LGBTQ কমিউনিটিদের সমস্ত বিষয়ে সমানাধিকারের কথা বলেছে। তাদের যাতে কোনও বৈষম্যের মুখোমুখি না হতে হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট আরও বলেছে, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু আইনের ব্যাখ্যা দিতে পারে। সুতরাং, সমলিঙ্গে বিবাহের আইনি স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারকেই পদক্ষেপ নিতে হবে।