Saturday, October 12, 2024
আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের চালানো হত্যালীলায় চমকে উঠেছে গোটা বিশ্ব: ঋষি সুনাক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ইসরায়েলের সমর্থনে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ইসরায়েলে হামলা চালিয়ে হামাস ১৪০০ মানুষকে হত্যা করেছে। হামাসের হামলায় আহত প্রায় সাড়ে ৩ হাজার। হামাসের হত্যালীলায় চমকে উঠেছে গোটা বিশ্ব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলে হামলা চালিয়ে হামাস জঙ্গিরা একাধিক মানুষকে খুন এবং জখম করার পাশাপাশি ২০০ জনকে অপহরণ করেছে। অপহৃতদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধ রয়েছে। হামাস হত্যালীলার বলি হয়েছেন ব্রিটেন-সহ প্রায় ৩০টি দেশের মানুষ। 

পরিসংখ্যান গিয়ে ঋষি সুনাক জানান, ‘ইসরায়েলে হামাসের হামলায় ৬ জন ব্রিটিশ নাগরিক খুন হয়েছেন। এছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে দাঁড়িয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছে ব্রিটেন। পাশাপাশি যেসমস্ত ব্রিটিশ নাগরিকরা ইসরায়েল ছাড়তে চান, অবিলম্বে তাঁদের দেশে ফেরানো হবে।’

ইসরায়েল থেকে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে ৮টি বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ঋষি সুনাক। তিনি বলেন, ‘ইহুদি সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে ব্রিটেন সর্বদা প্রচেষ্টা চালাবে।’