Monday, April 29, 2024
খেলা

বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ চলাকালীনই জঙ্গি হানা, নিহত সুইডেনের ২ ফুটবল সমর্থক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেলজিয়ামে জঙ্গি হানা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হানায় সুইডেনের ২ ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। বেলজিয়ামের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে।

সোমবার সন্ধ্যায় ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও বেলজিয়াম। ম্যাচ চলাকালীন ব্রাসেলস থেকে প্রায় তিন মাইল দূরে জঙ্গির এলোপাতাড়ি গুলিতে সুইডেনের দুই ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পথচারীরা গুলির শব্দ শুনে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।

জঙ্গি হামলার জেরে মাঝপথেই বন্ধ হয়ে যায় বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা স্টেডিয়াম চত্বর ঘিরে ফেলেন। স্টেডিয়ামের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। তখন খেলার ফল ছিল ১-১। হামলার পর ফুটবলারদের সাজঘর থেকে বের হতে দেওয়া হয়নি।

এদিকে, ওই জঙ্গির স্লোগান শুনে মনে করা হচ্ছে সে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য। তার খোঁজে তল্লাশি চলছে। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে বেলজিয়াম এবং সুইডেন।’