Saturday, July 27, 2024
দেশ

ভারতের মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, আবেদন সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: ভারতে বসবাসকারী মুসলিমদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এরকমই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আবেদনকারী। শুক্রবার শীর্ষ আদালত আবেদনকারীর এই আবেদনকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, আবেদনটি শুনেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি নরিম্যান। তিনি আবেদনকারীর আইনজীবীকে বলেন, মামলার বিষয়বস্তুটি জোরে জোরে পড়তে। আইনজীবী বিষয়বস্তুটি জোরে পড়ার পরে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি।

মামলাকারীর উদ্দেশে বিচারপতি বলেন, আপনি সত্যিই এটা নিয়ে শুনানি চান? আমরা শুনব, কিন্তু আপনার কড়া ভর্ৎসনা করব। বিচারপতির এই প্রশ্নের জবাবে উত্তর আসে ‘না’। এরপরেই আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

বিচারপতি নরিম্যান আবেদনকারীর আইনজীবীকে বলেন, দেশের জনসংখ্যার ১৪.২% মুসলিম এই দেশকে নিরপেক্ষ দেশ গঠন করতে সহায়তা করেছে।

প্রসঙ্গত, এর আগে গত মাসে মেঘালয়া হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল, পাকিস্তান নিজের দেশকে ইসলামিক দেশ বলে ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও নিজেদেরকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করতে পারেনি। ভারত নিরপেক্ষ দেশ বলেই পরিচিত। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক, তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু আবেদনকারী। কিন্তু সেই আবেদনকেও খারিজ করে দেয় আদালত।