নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ৪৯, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অন্তত দুটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ৪৯ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি রয়েছে বলে খবর। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছে ২০ জনের বেশি। আহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি রয়েছে যাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক মুখি সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় শুক্রবার বেলা ১ টা ৩০ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ওই মসজিদে নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশকালে সেখানকার স্থানীয় একজন মসজিদে ঢুকতে নিষেধ করেন। ওই ব্যক্তি বলেন, সেখানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তৎক্ষণাৎ বাংলাদেশি খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে দৌড়ে হ্যাগলি ওভালে চলে আসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, বাসে করে দলের বেশিরভাগ সদস্যই মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনও ক্ষতি হয়নি।