১৫ দিনের মধ্যে তৃণমূলে আরও বড় ভাঙন ধরাবে বিজেপি: দিলীপ ঘোষ
বারাসত: তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই রাজ্য রাজনীতি ফের একবার সরগরম হয়ে উঠেছে। তৃণমূল অভিযোগ, বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। দিলীপবাবুর কড়া হুঁশিয়ারি, আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলে আরও বড় ভাঙন ধরাতে চলেছে বিজেপি।
দলে দলে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, বিজেপি সারা দেশে বাহুবলী। গত ২-৩ বছরে রাজ্যে আমরা সংগঠন তৈরি করেছি। এখন যাঁরা বিজেপিতে সম্ভাবনা দেখছেন, তাঁরা আসছেন। ভবিষ্যতে আরও আসবেন।
তৃণমূল অভিযোগ, বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছে। এ প্রসঙ্গে দিলীপবাবুর পাল্টা জবাব, তৃণমূল কীভাবে তৈরি হয়েছে? কোথা থেকে ভাঙিয়ে জোড়-তোড় করে পার্টি চলছে। ১৫ দিনের মধ্যে তৃণমূলের ইট-বালি-সুরকি সব আলাদা করে দেব। তৃণমূল পার্টি বলে কিছু থাকবে না।
উল্লেখ্য, গত কয়েকদিনে অর্জুন সিং ছাড়া বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেছেন। এরপরও কি আরও চমক রয়েছে ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পুরোটাই চমক। এমন চমক দেব যে বালু দা-র মুখ থেকে কথা বেরোবে না। দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন।