Friday, April 12, 2024
আন্তর্জাতিক

ইরাকে আইএসের জোড়া হামলা, নিহত ৭৪

ইরাকের দক্ষিণাঞ্চলে নাসিরিয়ায় গানম্যান ও আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে ও কমপক্ষে ১০০ জনেরও বেশি মানুষ গুরুতর জখম হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমে ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি রেস্তোরায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এর কিছুক্ষণ পরে একটি চেকপয়েন্টে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলাকারীরা আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সঙ্গে লড়াই করা হাশদ আল শাবি সদস্যের ছদ্মবেশে এসেছিল।

ইরাকের স্বাস্থ্য আধিকারিক আবদেল হুসেইন আল-জাবরি জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে জোড়া হামলার পরই মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২জন। এখনও পর্যন্ত এই সন্ত্রাস হামলায় ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে। দুটি ঘটনাতেই শিশু ও মহিলা সহ ৭ ইরানের বাসিন্দা মারা গিয়েছে বলে জানা গিয়েছে।