ইতিহাসের আয়নায় 15 সেপ্টেম্বর
আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
1254- পরিব্রাজক মার্কো পোলো জন্মগ্রহন করেন।

1505- হাঙ্গেরির রানি মারিয়া জন্মগ্রহন করেন।

1656- ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
1776- ব্রিটেন ম্যানহাটান দখল করে।
1812- ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
1821- মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
1857- মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্ জন্মগ্রহন করেন।

1876- কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহন করেন।

1894- পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
1916- বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
1928- আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

1929- নোবেলজয়ী (1969) মার্কিন পদার্থবিদ মারে গেলমান জন্মগ্রহন করেন।
1935- নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
1935- জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
1958- চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপদজনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয় ৷
1989- পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে ৷