Tuesday, April 23, 2024
আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় ঘূর্ণিঝড়ে নিহত ২০

মৌসুমি ঝড়ের অাঘাতে বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশগুলি। বৃহস্পতিবার মৌসুমি ঝড় নেইই-এর আঘাতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, নিকারাগুয়া এবং হন্ডুরাসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। ঝড়টি এখন যুক্তরাষ্ট্রের উত্তর দিকে ধাবিত হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে অনেক সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে, সেতু বন্ধ হয়ে গিয়েছে এবং রাস্তাঘাট, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফলে মধ্য আমেরিকার দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কোস্টারিকায় চার লাখের বেশি মানুষ এই ঝড়ের কারণে বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। হাজার হাজার মানুষ ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।

ঝড়ের কারণে কোস্টারিকায় মারা গেছে ৬ জন। নিকারাগুয়াতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হন্ডুরাসে মারা গেছে ৩ জন। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।