Friday, March 29, 2024
আন্তর্জাতিক

বেলুচিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ১৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝাল মগসী জেলার সুফিদের একটি মাজারে আজ বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আসাদ কাকার এএফপিকে বলেন, ‘সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী মাজারের ভেতরে প্রবেশ করতে চাইলে মাজারের বাইরে দায়িত্বে থাকা পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে ১৮ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।’

আসাদ কাকার আরও জানান, ‘মাজারে সৈয়দ চিসাল শাহের বার্ষিক ওরসে বিপুলসংখ্যক ভক্তদের ঐতিহ্যবাহী ভক্তিনৃত্য চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।’

প্রসঙ্গত, একই মাজারে ২০০৫ সালের ১৯ মার্চ বোমা হামলায় ৩৫ জন নিহত হন।