Saturday, April 27, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 06 অক্টোবর

ইতিহাসে 06 অক্টোবর

1769- ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

ক্যাপটেন কুক

1831- জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট জন্মগ্রহন করেন।

রিচার্ড ডেডেকিন্ট

1860- ভারতীয় দ-বিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।

1893- বাঙালি পদার্থবিদ মেঘনাদ সাহা জন্মগ্রহন করেন।

মেঘনাদ সাহা

1908- বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখ-কে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।

1928- চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।

চিয়াং কাইশেক

1887- সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয় জন্মগ্রহন করেন।

1930- অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক রিচি বেনো জন্মগ্রহন করেন।

রিচি বেনো

1946- ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগ জন্মগ্রহন করেন।

টনি গ্রেগ

1992- বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার বিল ও’রিলি মৃত্যুবরণ করেন।

বিল ও’রিলি

2012- পেরুদেশীয় কবি আন্তোনিও থিসনেরস মৃত্যুবরণ করেন।

আন্তোনিও থিসনেরস