Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

প্রয়াত স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্কের স্রষ্টা স্ট্যান লি

শিকাগো: স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো পৃথিবী কাঁপানো এসব চরিত্রের স্রষ্টা মার্কিন কমিক্স বই লেখক ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি আর নেই। সোমবার ১২ নভেম্বর শিকাগোর সিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৫ বছর বয়সী স্ট্যান লি। বিগত বেশ কয়েক বছর ধরেই কঠিন বার্ধক্যজনিত রোগে ভুলছিলেন তিনি। চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল তাঁর।

এদির স্ট্যান লি’র মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জেসি। জেসি বলেন, তিনি তাঁর জীবন এবং কাজকে ভালোবেসেছিলেন। তাঁর পরিবার এবং ভক্তরা তাঁকে ভালোবাসতো। তাঁর স্থান অপূরণীয়। ১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান। শুধু লেখাই নয়, প্রচ্ছদ থেকে তার খুঁটিনাটি, সবটাই প্রায় নিজে হাতে করতেন তিনি। কেবলমাত্র ফিকশনই নয়, বাস্তবের নানা ঘটনাও স্ট্যান রচিত নানা কমিক্সে উঠে এসেছে। ভিয়েতনাম যুদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য।

১৯২২ সালে নিউ ইয়র্ক শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় লি’র। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। তবু থেমে না থেকে নিজেকে এগিয়ে নেন সামনের দিকে। নাম লেখান পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায়। আজও কমিক্সের কথা বললে মানুষের মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথর, হাল্ক।